করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে ফের কর্মস্থলে করোনাযোদ্ধা মালেক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে করোনায় আক্রান্ত সম্মুখ সারির করোনাযোদ্ধা (ল্যাব টেকনোলজিস্ট) আব্দুল মালেক মিয়াজী নেগেটিভ রিপোর্টে পেয়ে ফের কর্মস্থলে যোগ দিয়েছেন।

শনিবার সকাল থেকে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহের ঝুঁকিপূর্ণ কাজটি আবারও শুরু করেছেন তিনি। তার এই আত্মত্যাগ ও সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে আব্দুল মালেক মিয়াজী বলেন, চাঁদপুরে করোনা টেস্টের নমুনা সংগ্রহের শুরু থেকেই আমি এই কাজে নিয়োজিত রয়েছি। প্রায় ৫ শতাধিক নমুনা সংগ্রহের পর আমি কিছুটা অসুস্থ বোধ করি।

গত ৩০ মে আমি করোনা টেস্টের জন্য নমুনা দেই। ৮জুন রিপোর্ট পজেটিভ আসে। সেই থেকে আমি বাড়িতে চিকিৎসাধীন ছিলাম। ১৬ জুন দ্বিতীয় নমুনা পাঠালে পরদিন রিপোর্ট আসে নেগেটিভ। এরপর আমি কাজে যোগ দিলাম।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)