চাঁদপুরের মতলব উত্তরে করোনার উপসর্গে আরো ১জনের মৃত্যু

খান মোহাম্মদ কামাল :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মোহনপুর ইউনিয়নের মোহাম্মদ গ্রামের আঃ আজিজ খানের ছেলে।

শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলার করোনার সেম্পল কালেকশনকারী মেডিকেল টেকনোলজিস্ট (এমটিইপিআই ) ভাষান চন্দ্র কীর্ত্তনীয়া।

জানা গেছে, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের এই ব্যক্তি মোহনপুর বাজারে কাপড়ের ব্যবসায়ী। গত ১২ জুন থেকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন।

গত ১৪ জুন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি নমুনা দিতে আসেননি। নমুনা না দিয়ে তিনি বাড়িতেই চিকিৎসা নিয়েছেন এবং বাড়িতেই ছিলেন।

শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। আসার পথে রাস্তায় তিনি মারা যান।

শুক্রবার রাতেই মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নিজ বাড়ি ও আশপাশের ৪টি বাড়ি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)