চাঁদপুরে করোনার উপসর্গে প্রভাষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
মেহের ডিগ্রি কলেজের প্রভাষক কবিরুল ইসলাম মজুমদার (৬০) করোনার উপসর্গে মারা গেছেন। শুক্রবার রাতে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে উঠানোর কয়েক মিনিটের মধ্যে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় গুরুতর অবস্থায় কবিরুল ইসলামকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা রেফার করা হয়। রাত ১১টার দিকে তাকে ঢাকা নেয়ার জন্যে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে উঠানোর কিছুক্ষণ পর কবিরুল ইসলাম মারা যান।

জানা যায়, কবিরুল ইসলাম মজুমদার গত এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছিলেন। হাসপাতালে আনার পর তার অক্সিজেনের সেচুলেশন মাত্র ৬৬% পাওয়া যায়। চিকিৎসকরা হাই ফ্লো অক্সিজেন দেন। তখনও রোগীর অক্সিজেনের সেচুলেশন ৮০% এর উপরে উঠেনি।

রাতেই তাকে শাহরাস্তিতে তার গ্রামের বাড়িতে নিয়ে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)