নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার আরো ২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর কচুয়ার ১জন ও শাহরাস্তির ১জন। একই দিনে ৭জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, মতলব দক্ষিণের ১জন ও হাজীগঞ্জের ২জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৮১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৩৯জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৪জন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার (৩ ফেব্রুয়ারি) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি করোনা পজেটিভ। বাকী ৪৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৮১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২১০জন, ফরিদগঞ্জে ৩০৬জন, মতলব দক্ষিণে ২৯৭জন, শাহরাস্তিতে ২৫৪জন, হাজীগঞ্জে ২৩৬জন, মতলব উত্তরে ২০৯জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ৯৬জন।
করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।