নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১১১জন। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যাও ২শ’ খুব কাছে। যদিও হাসপাতাল ও বাসা-বাড়িতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশের নমুনা পরীক্ষাই করা হয়নি।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৭জন। মৃতের সংখ্যা ১৯৩জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭ হাজার ৬৬৪জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ৮০জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।