নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ১জনের মৃত্যু হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (৫২)। চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার এই বাসিন্দা গত ২৪ এপ্রিল দুপুরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মৃত রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে গত ৯ দিনে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৭জনের মৃত্যু হলো। জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৫জন।