নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনীর বাসিন্দা। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল হক গত ১৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় সদর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।