শরীফুল ইসলাম :
চাঁদপুরের পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন। অভিযান চলাকালীন সময়ে কোন জেলে আটক না হলেও মতলব উত্তর উপজেলার মহনপুর থেকে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জব্দ করে কোস্টগার্ড।
জেলা প্রশাসন ও কোস্টগার্ড জানিয়েছে, জাটকা রক্ষায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে। অভিযান সফল করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে প্রশাসন। পদ্মা ও মেঘনা নদীর বিশাল এলাকাজুড়ে জেলা প্রশাসনের নেতৃত্বে এবং মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ২ বছরের সর্বোচ্চ কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।