জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে গাছের উপরে উঠলে সেখানে স্ট্রোক করে এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া যায়। বুধবার বিকেলে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে প্রবাসী রুহুল আমিন (৬০) ঘরের পাশে ছোট একটি মেহগনি গাছের উপর উঠলে সেখানে স্ট্রোক করে মৃত্যুবরণ করে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরিবারের সদস্যদের কান্নায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত প্রবাসীর ভায়রা বজলুর রহমান বলেন, আমিসহ একসাথে দুবাইতে আগামী ১০ তারিখে যাওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ তিনি নাই।