শিমুল হাছান :
চাঁদপুরের ফরিদগঞ্জে গাছের ঢাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জিয়াউর রহমান (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম ইউনিয়নে কাওনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান ওই এলাকার মিন্নত আলী বেপারী বাড়ীর হাছান আলী বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে জিয়া গাছের শুকনো ঢাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়, এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত জিয়ার ছোট ভাই ফয়েজ আহমেদ জানান, গত তিন বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা। তিনি আরো জানায়, আমরা ৬ ভাই ৩ বোনের মধ্যে জিয়া তৃতীয়। এদিকে পরিবারের পক্ষ থেকে এডিএম কোর্টের মাধ্যমে আবেদন করে দাপন কাজ সম্পন্ন করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উল্লেখিত বিষয়ে অবগত হয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং পরিবারের পক্ষ থেকে কোর্টের মাধ্যমে আবেদন করে তার লাশ দাপন সম্পন্ন করেছে।