নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২৪ জুন) চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার পদক প্রদান করেন। শুদ্ধাচার পদকপ্রাপ্তরা হলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, রেভিনিউ ডেপুটি কালেক্টর সামিউল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সালাহউদ্দিন আহমেদ, সদর উপজেলার সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাহে জান্নাত।
তাছাড়া সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় মে মাসের শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারী নির্বাচিত হন যথাক্রমে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোস্তফা কামাল।