ঋষিকেষ :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জনতা কর্তৃক জাল টাকাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজার থেকে ১১ হাজার ৫’শ টাকার জাল নোটসহ তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন : উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মনির হোসেন খোকনের ছেলে ওমর (২২) ও কামতা গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর (২৫)।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা বাজারে ছানা উল্লার কাঁচা মালের দোকানে ৪০ টাকায় ১ কেজি সিম কিনে ৫’শ টাকার জালনোট দিয়ে বাকী ৪৬০ টাকা নিয়ে যায়। নান্নুর মুদি দোকানে গিয়ে একই ভাবে মুদি মাল নিয়ে জালনোট দেয়। জাল টাকার নোট দেখে দোকানীর সন্দেহ হলে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের ডেকে জাল টাকা সনাক্ত করা হয়।
পরে তাদের পকেট তল্লাশি করে ১ হাজার টাকার ৮টি এবং ৫’শ টাকার ৭টি নোটসহ (১১ হাজার ৫’শ) টাকা উদ্ধার করে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এএসআই রুবেল ফরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ আকাশ ও রবিনকে থানায় নিয়ে আসি। এই ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।