নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবা ও জাল টাকাসহ তানভীর হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২ অক্টোবর (শনিবার) রাত ৯টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা এলাকার তাজু দারোগার বাড়ির সামনে থেকে মালামালসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত ব্যাক্তি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর নওহাটা গ্রামের মৃত আবদুর রশিদ মজুমদারের ছেলে । তার বিরুদ্ধে ইতিপূর্বে ইয়াবা বিক্রিসহ জ্বাল জ্বালিয়াতির অভিযোগ রয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩ ঘন্টা উতপেতে অপেক্ষা করে তাকে আটক করতে সক্ষম হই । এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১৯ হাজার টাকার জাল নোট ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয় ।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে মাদক ও মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।