নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরে জুয়া খেলারত অবস্থায় ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের স্বর্ণখোলা রোডের প্রবাসী মনিরের অটোরিক্সার গ্যারেজের দ্বিতীয়তলা থেকে তাদেরকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই নাছির উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনিরের বাড়ি ও অটোরিক্সার গ্যারেজটি প্রায় ৩ মাস পূর্বে জুয়াড়ি জাহাঙ্গীর ও জসিম ভাড়া নেয়। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা সিএনজি, অটোরিক্সাযোগে এখানে জুয়া খেলতে আসে। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসেন। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও দেহ ব্যবসাও পরিচালনা হয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে।
এসআই মো. নাছির উদ্দিন জানান, সদর সার্কেলের এএসপি ও ওসি স্যারকে জানানোর আগে কারো নাম দেওয়া যাবে না। কত টাকা পাওয়া গেছে, তাও পরে জানানো হবে।