নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে কচুয়ায় ট্রাকচাপায় সফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সাচার ফাঁড়ি থানার এসআই মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। নিহত সফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইননগর গ্রামের আবুল হাসেমের ছেলে।
জানা যায়, আজ সকালে কচুয়া-সাচার গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় গৌরিপুর থেকে আসা মালবাহী ট্রাকটি ঢাকাগামী মোটরসাইকেল আরোহী সফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, কচুয়া-গৌরিপুর সড়কটি বাক সরলিকরণের পর থেকে বায়েক মোড় এলাকায় স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা এড়াতে বায়েক মোড় এলাকায় স্পিড ব্রেকার স্থাপন করতে জোর দাবি জানিয়েছেন।