জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. শাহপরান নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে হাজীগঞ্জ- কচুয়া সড়কের কাঠালি বাদামতলী এলাকায় চলন্ত মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লাগে।
এতে ২৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী সড়কে পড়ে যায়। সেখান থেকে একজন সিএনজিচালক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে।
খোঁজ নিয়ে জানাযায়, কচুয়া উপজেলার মিয়ার বাজার এলাকার ব্যবসায়ী শাহপরান (২৫)। মঙ্গলবার দুপুরে শাহপরান হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে নতুন জারা বাইক কিনে নিজ এলাকায় রওনা হলে পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন।