সুজন পোদ্দার :
ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংষর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হয়। বুধবার রাত ৯টায় গৌরপুর-কচুয়া-হাজিগঞ্জ সড়কের কচুয়া উপজেলার কালোচোঁ নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাজন সাহা (৩৮)। তিনি ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল দুঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী রবিউল আউয়াল বলেন, আমি কচুয়া থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে কচুয়া অংশের পাতানিশ নামক স্থানে দেখতে পাই ঢাকামুখী একটি মোটরসাইকেল ও একটি কন্টেইনার ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় এবং ট্রাকচালক দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতের ভাতিজা অপু জানান, রাজন ঢাকার গুলিস্থানে মিনি গার্মেন্টেসের টেইলার মাস্টার ছিলেন। তিনি ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে তিনি এ সড়ক দুর্ঘটনার শিকার হন। তার সাথে থাকা গার্মেন্টেসের কর্মচারী সুমন আহত হয়।