চাঁদপুরে ডিজিটাল কৃষক অ্যাপ ব্যবহার নায্যমূল্যে ধান বিক্রি

আবদুস সালাম আজাদ জুয়েল :
চাঁদপুর জেলার প্রান্তিক কৃষকরা ডিজিটাল কৃষক অ্যাপ ব্যবহার করে নায্য মূল্য ধান বিক্রি করে লাভবান হচ্ছে আগের থেকে অনেক বেশি। জেলায় এই বছর পাইলট প্রকল্পের আওতায় ৩ হাজার কৃষক ডিজিটাল কৃষক অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করেছেন। এখন তারা কোন রকম দালালের মাধ্যম ছাড়া নিজেরাই নিজেদের উৎপাদিত জমির সোনালী ধান বিক্রি করছেন সরকারের কাছে। আর এতে চরম খুশি জেলার কৃষক-কৃষাণীরা।

কৃষকের অ্যাপে চার উপজেলা থেকে ধান সংগ্রহ করা হয়েছে ৯৩৯ মে. টন এবং সারা জেলায় মোট ধান সংগ্রহ করা হয়েছে ১৭৬৬ মে. টন। সরকরের পাইলট প্রকল্পের আওতায় চারটি উপজেলায় এপ্রিল থেকে চাঁদপুর সদর উপজেলা, কচুয়া উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা এই চার উপজেলায় কৃষক অ্যাপের মাধ্যমে ধান বিক্রিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের শেষদিন ১০ মে পর্যন্ত ৩ হাজার জন কৃষক এই অ্যাপে নিবন্ধন করেন।

সরকারের কাছে ধান বিক্রি প্রসঙ্গে ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়ন এর ধানুয়া গ্রামের কৃষক আঃ খালেক মিজি (৫৫) জানান, তিনি ২.৬০ মে. টন বা ২হাজার ৬০০ কেজি ধান বিক্রি করেছেন, এতে করে তিনি প্রতি কেজি ২৭ টাকা ধরে ৭০ হাজার ২০০ টাকা পেয়েছি। এখানে কাউকে কোন প্রকার দালালি বা ঘুষ দিতে হয়নি। নায্য মূল্য পাওয়াতে আমি সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই।

১০নং গোবিন্দপুর গ্রামের কৃষাণী পারভীন বেগম (৪৮) নিজেই ট্রলি ট্রাকে করে বস্তা ভরে উপজেলা খাদ্য গুদামে নিয়ে এসেছেন ৩ মে. টন ধান। উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা আদ্রতা মেপে ঠিক থাকায় তার ধান গ্রহণ করেন। ধান সরাসরি সরকারের গুদামে বিক্রি করতে পেরে তিনি খুব খুশি। তিনি জানান আমি গত বছরে ও ধান বিক্রি করেছি তাই এবার আগেই কৃষক অ্যাপে কৃষি কর্মকর্তার সহযোগিতায় নিবন্ধন করেছি। এবছর আমাদের ফলন ভালো হয়েছে, তাই এবছর ও ধান বিক্রি করলাম, এখন আর কাউর সুপারিশ লাগেনা বলে ও জানান তিনি।

এই দিন গুদামে বিক্রি করতে ধান নিয়ে এসেছেন ৫০/৬০জন কৃষক, সেখানে আরো কথা হয় উপজেলা সদরের নাসরিন সুলতানা লিপি, গোবিন্দপুরের মনির হোসেন ও মজু গাজী তারা সবাই ২ মে. টন করে ধান বিক্রি করেন গুদামে। তারা জানান, সরকারি অ্যাপে নিবন্ধন করেছি এখন সরাসরি কথা বলে ধান বিক্রি করলাম এতে আমরা লাভবান হচ্ছি। সেই জন্য আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এই সময় কথা হয় উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা গোলাম মোস্তফার সাথে, তিনি জানান উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে আমরা কৃষকদের সচেতন করতে নিজেরা উপস্থিত থেকে কৃষকের অ্যাপে নিবন্ধন করতে মাইকিং করা, লিফলেট বিতরণ, ও সাইনবোর্ড জুলানো হয়েছে এবং পেপারে নিউজ করা হয়েছে। তারপর কৃষি বিভাগের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এর মাধ্যমে নিবন্ধনকারীদের লটারি করে সিরিয়াল করা হয়েছে। এখন সেই তালিকায় নাম থাকা কৃষকদের কাছ থেকে ধানের আদ্রতা মেপে সঠিক ওজন দিয়ে বস্তা ভরে গুদামে রাখা হচ্ছে। এরপর এই ধান মিলারদের দিয়ে চাল তৈরী করে আবার গুদামজাত করা হবে।
আমার উপজেলায় অ্যাপে নিবন্ধন করেছেন ১৮৮৫জন কৃষক, কৃষি বিভাগের থেকে নিবন্ধনের জন্য বলা হয়েছে ১৮৬৬জনকে, অ্যাপের লটারিতে নির্বাচিত হয়েছেন ৭৪৪জন কৃষক এর মধ্যে ১৭৪জন তাদের নামে বরাদ্দ কৃত ৪৯৬.৫৬০ মে. টন ধান। আমাদের ধান ক্রয়ের লক্ষমাত্রা রয়েছে ১৩১৩ মে. টন।

একই দিন দুপুরে জেলার সদর উপজেলা খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, সেখানে ও অ্যাপে নিবন্ধন করা কৃষকগন গুদামে সরাসরি ধান বিক্রি করছেন।
এখানে কথা হয় সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন এর কৃষক আব্দুর রহমান বেপারী (৬৫)। তিনি জানান, এই বছর তাদের এলাকার সকল কৃষকের জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

কৃষি অফিসের পরামর্শে কৃষকের অ্যাপে ডিজিটাল নিবন্ধন করেছেন এখন তিনি ৩ মে. টন ধান বিক্রি করছেন ২৭ টাকা কেজি ধরে ৮১ হাজার টাকা। আগামীকাল চেক পাবো, ইনশাআল্লাহ।

উপজেলার বালিয়া ইউনিয়ন এর কৃষক কাদির গাজী (৬২) জানান, তিনি একজন বর্গা চাষী, তিনি ৬ একর জায়গায় বোরো ধানের চাষ করছেন। এখন ধারদেনা শোধ করতে অবশ্যই তাকে ধান বিক্রি করতে হবে। তবে কৃষি বিভাগের পরামর্শে কৃষকের অ্যাপে নিবন্ধন করেছেন এখন ধান নিয়ে এসেছেন গুদামে। নায্য দাম পেয়ে তিনি খুব খুশি, কারন বর্তমানে বাজারে দাম আরেকটু কম চলছে। তাই সরকারের কাছে ১০৮০ টাকায় বিক্রি করে লাভবান হচ্ছি। আমি আড়াই টন ধান বিক্রি করলাম।
একই দিন উপজেলার বালিয়ার মনুফা বেগম, লক্ষ্মীপুরের মতিন মিজি ও তরপুরচন্ডীর মুরাদ মিয়া ও গুদামে ধান বিক্রি করছেন।

জেলার চার উপজেলায় কৃষক অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে সদরে ৪০০জন কৃষক, কচুয়ায় ২৩৯জন কৃষক, শাহরাস্তি ৪৭০জন কৃষক ও ফরিদগঞ্জে ১ হাজার ৮৮৩জন কৃষক রয়েছেন। এই কৃষক অ্যাপের মাধ্যমে চারটি উপজেলা থেকে এখন পর্যন্ত ১৮০ মে. টন ধান সংগ্রহ করা হয়েছে।

চাঁদপুর জেলা কৃষি বিভাগ জানায়, এ জেলায় বর্তমানে বড় কৃষক রয়েছে ১ হাজার ৬৪৭জন, মাঝারি কৃষক ২৩ হাজার ২৮৪জন, ক্ষুদ্র ৯৮ হাজার ৬৬৬জন, প্রান্তিক ১ লাখ ৪৮ হাজার ১৮৭জন এবং ভ‚মিহীন কৃষক রয়েছে ১ লাখ ৮ হাজার ২৮৭জন।

কৃষক অ্যাপে নিবন্ধনের জন্যে জনসচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন করা হয়েছে এবং আগামী ১৬ আগস্ট পর্যন্ত ধান ক্রয় করা হবে বলে জানান, চাঁদপুর জেলা খাদ্য কর্মকর্তা নিত্যানন্দ কুন্ডু। তিনি আরো জানান এই বছর জেলায় ৮ হাজার ৮৬ মে. টন ধান সংগ্রহ করা হবে, আমরা ইতিমধ্যে ৩৫% ধান সংগ্রহ করেছি, যা আগামী ৩০ মে পর্যন্ত ৫০-৬০% এ উন্নীত হবে। অন্যান্য বছরের মতো এ বছরও একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান বিক্রি করতে পারছে। এ পর্যন্ত চাঁদপুরে অ্যাপের মাধ্যমে ৯৩৯.৫৬০ মে. টন ধান ক্রয় করা হয়েছে। এর মধ্যে সদর গুদামে ১৬১ মে. টন, শাহারাস্তি গুদামে ১৯৫ মে. টন, ফরিদগঞ্জ গুদামে ৪৯৬.৫৬০ মে. টন, কচুয়া উপজেলা ৮৭ মে. টন ধান।

এর বাইরে ও আরো চারটি গুদামে ধান ক্রয় করা হয়েছে হাজীগঞ্জ গুদামে ৩০৯ মে. টন, মতলব উত্তর গুদামে ৩১৩ মে. টন, মতলব দক্ষিণ উপজেলার গুদামে ১৭৩ মে. টন ও নায়েরগাও খাদ্য গুদামে ৩৩ মে. টনসহ জেলায় মোট ১৭৬৬ মে. টন ধান সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, মূলত প্রযুক্তিতে যেসব কৃষক এগিয়ে তারাই নিবন্ধন করতে পেরেছে। নিবন্ধনের জন্যে জেলা খাদ্য বিভাগ থেকে প্রতিটি ইউনিয়ন পর্যায়েও লিফলেট বিতরন ও মাইকিং করে সচেতনতা করা হয়েছিলো। চাঁদপুরের কৃষকরা ডিজিটাল কৃষক অ্যাপ ব্যবহার করে নায্য মূল্য ধান বিক্রি করে লাভবান হচ্ছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)