সুজন পোদ্দার :
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শাসনপাড়া গ্রামে মাসুদ মোল্লা (১৮) নামের এক তরুণকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মাসুদ মোল্লা ওই গ্রামের রুহুল আমিন মোল্লার চতুর্থ ছেলে। এ ব্যাপারে গতকাল সোমবার কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২(১০)/২১।
মামলা সূত্রে জানা যায়, শাসনপাড়া গ্রামের হাজী বাড়ির নরি হোসেনের পুত্র শাওন (২৫) মাসুদ মোল্লার কাছ থেকে এক মাসের কথা বলে ১ হাজার টাকা ধার নেয়। টাকা দেই দিচ্ছি বলে শাওন কালক্ষেপন করে। গত ২ অক্টোবর মাসুদ মোল্লা শাওনের নিকট টাকা চাইলে টাকা না দিয়ে বরং শাওন মাসুদকে বেদম মারধর করে। এ সময় মাসুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাওনের হাত থেকে মাসুদকে রক্ষা করে।
এক পর্যায়ে শাওন মাসুদকে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরদিন ৩ অক্টোবর সকাল ৭টায় শাওন মাসুদকে টাকা দিবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর মাসুদের খোঁজ পাওয়া যায়নি। একই দিন বিকেল ৩টার দিকে শাসনপাড়ার বড় বাড়ির উত্তর দিকে রেনু মিয়ার ডোবার পশ্চিমপাশে কাঁদামাটির পানির ভিতর মাসুদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
মাসুদের পিতা রুহুল আমিন মোল্লার দাবি, শাওন ৩/৪জনকে সাথে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলে মাসুদকে শ্বাসরোধ অথবা অন্য কোন পন্থা অবলম্বন করে হত্যা করেছে।
খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এসআই আরিফুল ইসলাম জানান, আসামী শাওন পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারে জোর অভিযান অব্যাহত রয়েছে।