শাওন পাটওয়ারী :
চাঁদপুরে করোনাভাইরাস আতংকে ঘরবন্দী মানুষ। কাজ-কর্মবিহীন অলস সময় কাটানো অসহায় মানুষের পাশে এবার চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন। ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে খাদ্য সামগ্রী। এ ক্ষেত্রে ফোন কলদাতাদের পরিচয় গোপন রাখা হবে।
রোববার সকালে চাঁদপুর মডেল থানায় হ্যালো ওসি সেবা কার্যক্রমের উদ্বোধন করাে হয়।
এ সময় চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন দৈনিক চাঁদপুর প্রবাহকে জানান, মানুষ বিপদগ্রস্থ। অনেক পরিবার লজ্জায় খাদ্য সামগ্রী চাইতে পারে না,কাউকে বলতেও পারে না। তাই ফোনের মাধ্যমে ওসিকে ফোন দিলে খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
প্রথম দিনে প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, এসআই রাশেদুজ্জামান।