নিজস্ব প্রতিবেদক :
চলতি এসএসসি পরীক্ষার গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার দিনে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইবনে আল জায়েদ হোসেন এসব পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো : আশ্রাফপুর কেন্দ্রে জগতপুর উচ্চ বিদ্যালয়ের কাউছার আহমেদ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের বাইজিদ আহম্মদ সাইমুন ও মাঝিগাছা কেন্দ্রে বাইছারা উচ্চ বিদ্যালয়ের রাকিব হাসান।
চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় এ পর্যন্ত কচুয়ায় ৮জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত চাঁদপুর জেলার মধ্যে কচুয়ায় সর্বাধিক সংখ্যক এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।