সুজন পোদ্দার :
চলমান এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার চতুর্থ দিনে নকল করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার কচুা উপজেলার নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসা কেন্দ্র ও আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যথাক্রমে দাখিল পরীক্ষার গণিত ও এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হচ্ছেন- নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসার শিক্ষার্থী মাহিয়া ও আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থী রিফাত আক্তার। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পরীক্ষার নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
চলতি এসএসসি ও দাখিল পরীক্ষার চতুর্থ দিন পর্যন্ত কচুয়ায় ৫জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। এসব পরীক্ষায় এ বছর চাঁদপুর জেলার আর কোনো উপজেলায় পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।