চাঁদপুরে নতুন ৩০ রিপোর্টের ৪টি করোনা পজেটিভ!

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে রোববার আরো ৪জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন ও মতলব উত্তরের ১জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬১জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৬৮জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, রোববার (১৯ জুলাই) ৩০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২৬টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৬১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৫১জন, ফরিদগঞ্জে ১৭৩জন, মতলব দক্ষিণে ১৬৬জন, শাহরাস্তিতে ১৪৯জন, হাজীগঞ্জে ১৪১জন, হাইমচরে ১১২জন, মতলব উত্তরে ১০৫জন ও কচুয়ায় ৬৪জন। জেলায় মোট ৬৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, রোববার পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় প্রেরণকৃত মোট নমুনার সংখ্যা ৫৯৯১টি। রিপোর্ট এসেছে ৫৭৬১টি। রিপোর্ট অপেক্ষমান ২৩০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৪৬১জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৮২৯জন। চিকিৎসাধীন আছেন ৫৬৪জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫১১জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৯৪জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৭জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯১০৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৫৯১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫১৪জন।

শেয়ার করুন

মন্তব্য করুন