চাঁদপুরে নতুন ৩৫ রিপোর্টের সবগুলো করোনা নেগেটিভ : আরো ৩৭জন সুস্থ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার আরো ৩৫টি করোনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে সবগুলো করোনা নেগেটিভ। অর্থাৎ এ দিন নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

তবে এ দিন আরো ৩৭জন করোনামুক্ত তথা করোনা থেকে সুস্থ হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৩জন, মতলব দক্ষিণের ৫জন, মতলব উত্তরের ৯জন, শাহরাস্তির ৪জন, হাজীগঞ্জের ৩জন ও ফরিদগঞ্জের ৩জন সুস্থ হয়েছেন।

ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৯১০ অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (৮ আগস্ট) ৩৫টি রিপোর্ট আসে। সবগুলো করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯১০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭৫২জন, ফরিদগঞ্জে ২১৬জন, মতলব দক্ষিণে ২০৩জন, শাহরাস্তিতে ১৯৫জন, হাজীগঞ্জে ১৮৫জন, মতলব উত্তরে ১৫২জন, হাইমচরে ১২৮জন ও কচুয়ায় ৭৯জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শনিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৭২৪৭টি। রিপোর্ট এসেছে ৭১৩১টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৯১০জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৩১৭জন। চিকিৎসাধীন আছেন ৫১৮জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬৭৬জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৪৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৩জন।

এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৯০১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৫৪৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৫৮জন।

শেয়ার করুন

মন্তব্য করুন