সুজন পোদ্দার :
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর ৫৫ বছর বয়সী আঃ জব্বার নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জোহর আলীর ছেলে আঃ জব্বারের অর্ধগলিত লাশ পার্শ্ববর্তী বিল থেকে উদ্ধার করা হয়।
নিহতের ছেলে শাহপরান ও শাহজালাল জানায়, ১৭ আগস্ট রাত ৮টার পর বাবা বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও বাবা বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করি।
রোববার সকাল ৯টায় বাড়ির পাশের বিলের মধ্যে হাসেম নামের স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গেলে অর্ধগলিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও আমাদের খবর দেয়। পরে সেখানে গিয়ে আমরা বাবার লাশ দেখতে পাই এবং থানা পুলিশকে অবহিত করি।
সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মহিউদ্দীন ও পিবিআইসহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।