নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে আহমেদ হোসেন ও আফরিন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পৃথক স্থানে ও পৃথক সময়ে এ দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের আবুল হোসেনের পুত্র আহমেদ হোসেন ও হোসেনপুর গ্রামের হোসেন মিয়ার কন্যা আফরিন আক্তার খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে ডুবে যায়।
পরে তাদের অনেক খোঁজাখুঁজি করে পানিতে ভাসমান অবস্থায় পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের উভয় মৃত ঘোষণা করেন।