নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে খেলতে গিয়ে বাড়ীর পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া যায়। বুধবার দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার পাটওয়ারী বাড়ির সাইফুল ইসলামের দুই ছেলে সাইমুন (১০) ও তামিম (৭) বাড়ির পুকুরের পানিতে খেলতে গিয়ে আর উঠতে পারেনি।
প্রতিবেশী রিপন মিয়া বলেন, প্রায় প্রতিদিনই বাড়ির ৭/৮জন কিশোর পুকুরের পানিতে ডুব দিতে থাকে। বুধবার বেলা ১২টার দিকে সবাই একসাথে পুকুরে নামে। কিন্তু এর মাঝে তাদের সহপাঠী ছেলেরা ঘরে ফিরলেও তারা দুই ভাই ফিরলো লাশ হয়ে। পুকুরের পানিতে কিভাবে ডুবলো তা বলতে পারছেনে কেউই।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোবাইর সৈয়দ বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু নিশ্চিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে লাশ দাফনের অনুমতি দিয়েছি।