জহিরুল ইসলাম জয় :
চাঁদপুরের হাজীগঞ্জে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি গ্রামের খাসের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত কয়েক দিন আগে অজ্ঞাত এক যুবককে উদ্দেশ্যহীনভাবে মাড়কি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। এরপর বুধবার বিকেল ৩টার দিকে গ্রামের খাসের বাড়ির পুকুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, অজ্ঞাত ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকা ডেমরা নরাইভাগ এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. সজিব হোসেন (৩৫)। তিনি মৃগী রোগী ছিলেন।