চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় থানার পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

কচুয়া থানার ওসি মহিউদ্দিন বিষয়টি নিশ্চিন্ত করে বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাজুরিয়া লক্ষীপুর বাজারে একটি পরিত্যক্ত দোকানে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।

আটককৃতরা হলো : উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামের অধিবাসী মো. নুরুজ্জামান, মো. ওমর হোসেন, মো. আরিফ হোসেন, মো. আল আমিন, স্বপন মিয়া, মো. জাকির হোসেন, এনায়েত হোসেন, মো. লিটন মিয়া, মো. সুজন মিয়া।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে পুলিশি চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান ওসি মহিউদ্দিন।

শেয়ার করুন

মন্তব্য করুন