আবদুস সালাম আজাদ জুয়েল :
চাঁদপুর থেকে আইইডিসিআর-এ পাঠানো আরো ১৮জনের রিপোর্ট বৃহস্পতিবার সকালে এসেছে। সবগুলো রিপোর্ট নেগেটিভ। এর মধ্যে ৫জন পুলিশ ও ১জন ডাক্তারের নমুনাও ছিল।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩৫জনের। রিপোর্ট এসেঠে ১৮৪জনের। রিপোর্ট অপেক্ষমান ৫১জনের।