নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুসহ ৬জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভাধীন রান্ধুনীমুড়া ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টুর বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় এসআই নাজিমউদ্দিন সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, একই গ্রামের আবু তাহেরের ছেলে হাছান ইমাম মানিক, মো. ছিদ্দিকের ছেলে খোকন, মৃত আমিন মিয়ার ছেলে মো. ইয়াছিন, আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামান, মনু মিয়ার ছেলে দুলাল।
আটক আসামীদের শনিবার দুপরে প্রকাশ্য জুয়া আইনের ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, প্রকাশ্যে জুয়া খেলায় ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। যে কোন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।