নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়নের ধলাইতলী গ্রামে অল কেমিক্যাল টেকনোলজি লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
অল কেমিক্যাল প্রতিষ্ঠানের মালিক অবৈধভাবে বিএসটিআই-এর লগো ব্যবহার করে পণ্য বিক্রি করার অপরাধে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন। অভিযানে ২৫০ প্যাকেট মশার কয়েল জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই ইন্সপেক্টর, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং থানা পুলিশের সদস্যবৃন্দ।