চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ফয়েজ আহমেদ :
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহিদ হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ নিজমেহার গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই বাড়ির মো. নবীন হোসেনের বড় ছেলে জাহিদ ইফতারের পর বৈদ্যুতিক ফ্যানের মাধমে ধানের চিটা পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে অসতর্কতাবশত সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওইদিন রাত সাড়ে ১১টায় নিহতের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

মন্তব্য করুন