নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন খেলার কোটের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাকিব (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার বড়কুল পুর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। রাকিব ওই ইউনিয়নের কাজিরখিল গ্রামের মিজি বাড়ি মিজানের ছেলে এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা মানিক ও হাবীব জানান, গত শীতে রাকিবসহ স্থানীয় একদল যুবক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য কোট তৈরি করে। সেই কোটে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হলেও আর খোলা হয়নি। শুক্রবার বিকেলে রাকিব নিজে সেই তার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজে রেফার করেন। সেখানে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।
জানা যায়, বাবা-মা’র একমাত্র ছেলে রাকিব। বাবা মিজানের সঙ্গে বেলচোঁ বাজারে ইলেকট্রিক ব্যবসা দেখাশুনা করতেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।