নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ রায়হান জমাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান সদর উপজেলার টাওয়ারখিল এলাকার কুতুব উদ্দিনের ছেলে। ডিবি পুলিশের এসআই পলাশ বড়ুয়া ও এএসআই সাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের ওসি টান্টু সাহা বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় রায়হানের বসত ঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।