শরীফুল ইসলাম :
চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ চায়না চাই জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার একলাশপুর এলাকার মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।
এ সময় ১২০টি চায়না চাঁই এবং ৪ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরীফুল হাসান বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে চাই ও কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দ করা মাছ ধরার অবৈধ এসব সামগ্রী পাশের মোহনপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে জব্দ করা চাঁই ও জাল আগুন দিয়ে পুড়ে ধ্বস করা হয়।