নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার (২৩ জুন) একদিনেই জেলায় ৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৪জন, হাজীগঞ্জের ২জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ৩জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিনের ৪জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ৭জন রয়েছেন। শনাক্তের হার ২৬.০৮%। একই দিনে ১৬জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, হাইমচরের ১জন, ফরিদগঞ্জের ২জন, হাজীগঞ্জের ৩জন ও শাহরাস্তির ২জন।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২১৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৫জন। সুস্থ হয়েছেন ৪৬৯৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৯৫জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার জেলার ১৩৮জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৬জনের করোনা পজেটিভ।