চাঁদপুরে বুধবার ৪৪৯জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ৪৭.৬১%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে আরো ৪৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৯৪৩টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৪৭.৬১%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯৮জন, হাজীগঞ্জের ৩৩জন, ফরিদগঞ্জের ১৩জন, মতলব উত্তরের ৬২জন, মতলব দক্ষিণের ৬৯জন, হাইমচরের ৩৭, শাহরাস্তির ২৯জন ও কচুয়ার ১০৮জন রয়েছেন।

একই দিনে ১২৫জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪১জন, ফরিদগঞ্জের ৯জন, হাজীগঞ্জের ১৭জন, মতলব দক্ষিণের ১৩জন, মতলব উত্তরের ২২জন, কচুয়ার ৩জন ও শাহরাস্তির ২০জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৪৪৮জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮২জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭৩৩৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯৩৩জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৩২জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)