নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার আরো ৫১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলর ১৩জন, শাহরাস্তির ১১জন, ফরিদগঞ্জের ৮জন, কচুয়ার ৬জন, হাজীগঞ্জের ৫জন, মতলব দক্ষিণের ৩জন, মতলব উত্তরের ২জন, কিশোরগঞ্জের ১জন, শরীয়তপুরের ১জন ও ঢাকা বেইলী রোডের ১জন। একই দিনে ৪৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২২জন, হাইমচরের ১জন, কচুয়ার ১জন, ফরিদগঞ্জের ৬জন, শাহরাস্তির ২জন, মতলব দক্ষিণের ৬জন ও মতলব উত্তরের ৫জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৭৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১০৮জন। সুস্থ হয়েছেন ৩২৩৫জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৩০জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার ২৫২জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ ৫১জন।