চাঁদপুরে বুধবার ৯১জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ১৬.৬০%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৯১জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫৪৮টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৬.৬০%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৩জন, হাজীগঞ্জের ৭জন, ফরিদগঞ্জের ৪জন, মতলব দক্ষিণের ১৯জন, শাহরাস্তির ২জন, কচুয়ার ২০জন, হাইমচরের ৪জন ও মতলব উত্তরের ২জন রয়েছেন।

একই দিনে ২৬০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১২০জন, ফরিদগঞ্জের ২২জন, হাজীগঞ্জের ২৬জন, মতলব দক্ষিণের ২২জন, হাইমচরের ৪৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তির ১৫জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮১২জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১৫৭৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০১৮জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৭৬জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)