ফয়েজ আহমেদ :
বেপরোয়া বোগদাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও একটি প্রাইভেটকার ও দু’টি সিএনজি চালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (২২ এপ্রিল) রাত পৌনে ৯টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে কুমিল্লামুখী দ্রুতগতির বোগদাদ ( ঢাকা মেট্টো-ব ১৫-৩০৫৩) সার্ভিসের একটি বাস বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। এ সময় গাড়িটি ৩৬০ ডিগ্রি ঘুরে মাসুদ হোটেলের সামনের ড্রেনে মুখ থুবড়ে পড়ে। এ ঘটনায় রাস্তার পাশে থেমে থাকা ১টি প্রাইভেট কার ও ২টি সিএনজি চালিত অটোরিকশা বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় লোকজন লোকজন যাত্রীদের উদ্ধারে ছুটে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।