চাঁদপুরে ভেজাল ঔষধ বিক্রি : দুই ফার্মেসীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড ও মিশন রোডে অনুমোদনহীন (ভেজাল) ঔষুধ রাখা, ফিজিশিয়ান স্যাম্পল রাখা, ঔষধ নির্দিষ্ট তাপমাত্রায় না রাখার দায়ে ড্রাগ আইনে ভুঁইয়া মেডিসিন কর্ণার ও মায়া মেডিসিন কর্ণারকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ শহরের স্টেডিয়াম রোড ও মিশন রোডে ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভূইয়া মেডিসিন কর্নারকে ৪ হাজার টাকা এবং মায়া মেডিসিন কর্নারকে (মিশন রোড) ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ড্রাগ সুপার মৌসুমী আক্তার ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)