কবির হোসেন মিজি :
চাঁদপুরে ব্যাপক হারে তরমুজের দাম বৃদ্ধি এবং কেজি দরে বিক্রির খবরে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তারা মাঠে নামার পর সিন্ডিকেট ব্যবসায়ীরা মুহূর্তেই কেজি দরের তরমুজ পিস হিসেবে বিক্রি করা শুরু করেছে। তবে আবার কেজি দরে তরমুজ বিক্রি করা হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে ক্রেতাদের মাঝে। গত ক’দিন ধরে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিল খুচরা বিক্রেতারা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে খোলা বাজারের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় চাঁদপুর শহরের ওয়ারলেস, বাস স্ট্যান্ড, পালবাজার, কালীবাড়ি শপথ চত্বর, বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন।
অভিযানে বিভিন্ন ফল ব্যবসায়ী ও তরমুজ ব্যবসায়ীদের কেজিতে তরমুজ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এমনকি কোনো ব্যবসায়ী কেজি দরে তরমুজ বিক্রি করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।