নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ১১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন, মতলব দক্ষিণের ৩জন, শাহরাস্তির ১জন ও হাজীগঞ্জের ২জন রয়েছেন। একই দিনে ৪৭জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৪জন, হাইমচরের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ৬জন, কচুয়ার ৭জন ও শাহরাস্তির ৮জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৭৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১৮জন। সুস্থ হয়েছেন ৩৭২৭জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৩৪জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার ১১২জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ ১১জন।