নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার (১ জুন) আরো ১৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ২জন, মতলব দক্ষিণের ২জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। একই দিনে ৯জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬জন, হাইমচরের ১জন, ফরিদগঞ্জের ১জন ও হাজীগঞ্জের ১জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭৬৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২২জন। সুস্থ হয়েছেন ৪৩৫৬জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮৮জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৫জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, চাঁদপুরে মঙ্গলবার মোট ৯৫জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৫জনের পজেটিভ।