শরীফুল ইসলাম :
চাঁদপুরে মাস্ক না পড়ায় ২৮টি মামলায় মোট ৮ হাজার ৯৬০ টাকা জরিমানা করা হয়েছে। ২০ জানুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসনের ৫টি টিম মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করেন। এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন এনডিসি মঞ্জুর মোর্শেদ।
জানা যায়, সাম্প্রতিক সময়ে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এখন থেকে নিয়মিত এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া এদিন সড়ক পরিবহন আইনে ৩ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।