চাঁদপুরে মাস্ক না পরায় মোবাইল কোর্টে ৫৪জনকে অর্থদন্ড

শরীফুল ইসলাম :
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে সড়কে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। রোববার (২৩ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় ৫৪জন পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল উদ্দিন চৌধুরী।

তিনি জানান, জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রচারনা করা হচ্ছে। যারা মাস্ক পড়ছে না কিবাং বিধিনিষেধের তোয়াক্কা করবে না, তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানা করা হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন