নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনের ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুন) দুপুরে নবজাতকের মরদেহ দেখে ৯৯৯ কল দেয় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজেলায় অনেক প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। সেখান থেকে হয়তো কেউ নবজাতককে ময়লার স্তূপে ফেলে দিয়েছে। কারণ এমন ঘটনা অহরহ ঘটছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, জাহাঙ্গীর হোসেন নামের এক পথচারী ৯৯৯ কল করে বিষয়টি অবহিত করেন। নবজাতকের আনুমানিক বয়স ৭ মাস। অপরিণত মরদেহটি মৃত অবস্থায় পাওয়া যায়।নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।