চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তিতে মানসিক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে মোঃ আরমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, টামটা উত্তর ইউনিয়নের রাঢ়া গ্রামের পিতৃ-মাতৃহীন মানসিক প্রতিবন্ধী নারী (৩৫) তার নিকটাত্মীয়ের বাড়িতে দীর্ঘদিন ধরে আশ্রিতা থাকছেন। ভুক্তভোগীর মানসিক সমস্যার সুযোগ নিয়ে একই গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির মোঃ হোসেনের পুত্র মোঃ আরমান (২০) প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত।
গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার সময় অভিযুক্ত আরমান ভুক্তভোগী ওই নারীকে ইশারা ইঙ্গিতে বাড়ির বাইরে পার্শ্ববর্তী কাজী বাড়ির কবরস্থানের পশ্চিম পাশে বাগানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগীর আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে আরমান সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আরমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।