চাঁদপুরে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে পুলিশ সুপারের পালবাজার পরিদর্শন

শাওন পাটওয়ারী :
লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে চাঁদপুর শহরের প্রধানতম পালবাজার পরিদর্শন করেছেন পুলিশ সুুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। এ সময় দূরত্ব বজায় রেখে পণ্য নিরাপদে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে রং দিয়ে গোল বৃত্তের চিহ্ন করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে পালবাজার আসেন পুলিশ সুপার। তিনি মাস্ক পড়া নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ক্রেতা-বিক্রেতাকে উদ্বুদ্ধ করেন।

এ সময় সাংবাদিকদের ব্রিফকালে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে মানুষকে সচেতন করতে আমরা কাজ করছি। এ বিষয়ে আপনাদের (মিডিয়া) সহযোগিতা বিশেষ প্রয়োজন। মানুষ যাতে কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে সামাজিক দূরত্ব বজায় রাখে সে লক্ষ্যে কাজ করছি।
বাইরে বের হলে মানুষ যেন মাস্ক ব্যবহার করে।

পুলিশ সুপারের সাথে আরো উপস্থিত ছিলেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) কাজী অব্দুর র‌হিম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (হেড‌ কোয়ার্টার) আসাদুজ্জামান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল ) স্নিগ্ধা সরকার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর র‌শিদ।

শেয়ার করুন

মন্তব্য করুন